তোমাদের জন্য ছড়া

ছেলেবেলা

প্রকাশ | ১২ আগস্ট ২০২৪, ০০:০০

সজীব মালাকার
ছেলেবেলাই রঙিন ছিল হতো মজা কি যে, একটুখানি বৃষ্টি পেলেই বৃষ্টি যেতাম ভিজে। দলবেঁধে সব ভেলা নিয়ে যেতাম ছুটে বিলে, শাপলা-শালুক তুলে নিতাম আমরা সবাই মিলে। বর্ষাকালেও সাঁতরে যেতাম নদীটির ওই পাড়ে, দূরের তীরও মনে হতো যেন অনেক ধারে। ইচ্ছে মতোই ছুটে যেতাম হাওয়ার তালে তালে, হাসি-খুশির কোনো সীমা ছিল না সেই কালে।