বিশ্ব সেরা এ দেশ আমার
সবুজ বনে ঘেরা,
নদী নালা খালে বিলে
রূপে সবার সেরা।
দোয়েল কোয়েল ময়না শ্যামা
ডাকে মধুর সুরে,
সবুজ শ্যামল গাছের বনে
বেড়ায় পাখি ঘুরে।
কামার কুমার জেলে তাঁতি
একই মায়ের ছেলে,
মিলে মিশে থাকি সবে
বিপদ নাহি মেলে।
এ দেশ আমার প্রাণের প্রিয়
প্রিয় আমার ভূমি,
সার্থক জন্ম এ দেশেতে
তোমার চরণ চুমি।
এমন দেশটি নেই কোথাও
খুঁজি ঘুরে ঘুরে,
মায়ায় ঘেরা শ্যামল ছায়ায়
পাখি ডাকে সুরে।
এই দেশেতে বাঁচি যেন
এই দেশেতেই মরি,
তোমার কোলে শুয়ে মোরা
দিনে রাতে স্মরি।