সর্দি জ্বরে ভুগছে ব্যাঙে খুব,
কাঁপছে ভয়ে জলে দিতে ডুব।
বোয়াল দাঁতে ভরছে পুঁটির গাল,
রুপচাঁদা তাই আবডালে দেয় ফাল।
শিয়াল মামির কুটিল মাথায় জট,
হুক্কা হুয়াই কাঁপছে নদীর তট।
লোহার খাঁচায় বন্দি পাখির ঝাঁক,
বাইরে এসে দিচ্ছে তারা ডাক।
হরিণ দলে খাচ্ছে কষে ঘাস,
সিংহ যখন ছাগল ছানার দাস।
গাধার পিছে এখন খাড়া লেজ,
ছুটছে জোরে সে কী ভীষণ তেজ!
ঘোড়ার ক্ষুরে রক্ত নদীর দাগ,
সামনে থেকে ভাগ রে তোরা ভাগ।