ইচ্ছেরা ঠিক উড়ন্ত এক ঘোড়া
উড়ব আমি এমন সুযোগ পেয়ে
ভয় কি আমার মেলব ডানা জোড়া
তুমি দেখবে কেবল চেয়ে চেয়ে।
ইচ্ছে আমার আকাশ ছুঁয়ে দেখা
একটা যদি মই খুঁজে পাই আমি
আকাশ পথের আঁকব রূপরেখা
এসব ভাবা মা বলে পাগলামি।
বিজ্ঞানীরা ব্যস্ত আবিষ্কারে
হয়তো তারই পেছন লেগে আছি
এত্তো কিছু তারা যখন পারে
আকাশ ছুঁতে আমিও কাছাকাছি।
কিন্তু আকাশ ধাঁধার খেলা খেলে
ছলচাতুরি বুঝি না তার কিছু
ছুঁয়ে দেব অমনি ডানা মেলে
আমি নামি ওপর থেকে নিচু।
ছাড়ছি না মা পিছু মোটে আমি
দেখ যখন অনেক বড় হব
বানাব এক যন্ত্র নামিদামি
রহস্য সব তখন তোমায় কব।
আকাশ ছোঁয়ার যন্ত্র যদি জোটে
চিনবে কি মা সেই ছেলেটা আমি?
বলবে তুমি গোবরে ফুল ফুটে
আমার ওসব নয় কিছু পাগলামি।
বলবে খোকন কখন বড় হলো?
পাগলামি তার সত্যি আকাশ ছুঁয়ে
দু'বছর পর বয়স হবে ষোল
মিলল হিসেব একে একে দুয়ে।
আহা আমার সফলতার চাবি
পূরণ করে মনের সকল দাবি।