বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

আমার ছড়া

খালিদ বিন ওয়ালিদ
  ০৪ আগস্ট ২০২৪, ০০:০০
আমার ছড়া

আমার ছড়া, আমার ছড়া

ছন্দ তালে গড়া।

আমার ছড়ায় ফুলের সুবাস

পাখির কিচিরমিচির গান,

আমার ছড়ায় নীল ওই আকাশ

আছে নদীর কলতান।

আমার ছড়া, আমার ছড়া

ছন্দ তালে গড়া।

আমার ছড়ায় দেশের কথা

মায়ের মুখের মিষ্টি হাসি

আমার ছড়া মন মাতানো

মধুর সুরে বাজায় বাঁশি।

আমার ছড়া, আমার ছড়া

ছন্দ তালে গড়া।

আমার ছড়া চাঁদের মতো

দেয় ছড়িয়ে আলো,

আমার ছড়া হাসতে শেখায়

বাসতে শেখায় ভালো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে