বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

বৃষ্টি পড়ে

টাপুর টুপুর
  ০৪ আগস্ট ২০২৪, ০০:০০
বৃষ্টি পড়ে

আসাদুজ্জামান খান মুকুল

বৃষ্টি পড়ে টাপুর টুপুর

পায়ে দিয়ে সোনার নূপুর

দিনের মধ্য বেলা,

মন হরষে খোকাখুকি

হয় যে তারা বৃষ্টিমুখী

ভিজে করে খেলা!

মানে না যে কোনো বাধা

মাখিয়ে নেয় গায়ে কাদা

ওই শিশুদের দলে,

বৃষ্টির ছন্দে পাগলপারা

হয়ে তারা বাঁধনহারা

সাঁতার কাটে জলে!

বৃষ্টির আছে দারুণ ছন্দ

ঘুচায় মনের সকল দ্বন্দ্ব

এতে সবাই মাতে,

বৃষ্টির নাচন লাগে ভালো

আকাশ যদিও থাকে কালো

কী যায় আসে তাতে!

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে