এই দেশ ফুল-পাখি মানুষের তরে;
এই দেশে বীর আছে প্রতি ঘরে ঘরে।
এই দেশ সকলের আছে যত জন;
মিলেমিশে একসাথে সকলে আপন।
দেশ নিয়ে যারা করে শত টানাটানি;
পরিচয়ে জাত নেই সবে জানাজানি।
দেশ নিয়ে কত-শত অবহেলা রীতি;
বেমানান কারুকাজে নেই কোনো নীতি।
ন্যায়-নীতি সব বুঝি তবু শুধু হেলা;
হেলা করে কেটে যায় আমাদের বেলা।
দেশ বুঝি মাটি বুঝি, খুঁজি গুণাগুণ;
রাতারাতি জমে ওঠে নিদারুণ খুন।
নেই আর নীতিকথা নেই সেই দিন;
শুধু শুধু জমে আছে বহুগুণ ঋণ।
থেমে যাক কোলাহল জাতি হোক ধন্য;
আমাদের আশা হোক, স্বদেশের জন্য।?