বর্ষার ফুল
প্রকাশ | ০৪ আগস্ট ২০২৪, ০০:০০
ইব্রাহিম হাসান হৃদয়
বর্ষা মানেই গাছের ডালে কদম ফুলের হাসি
বিলে ঝিলে শাপলা ভাসে তখন রাশি রাশি
দোলনচাঁপা বকুল ফুলের মুগ্ধ সবাই ঘ্রাণে
কেয়া ফুলের রূপে সবার ছোঁয়া লাগে প্রাণে।
কলমি ফুলের নাচন দেখি বৃষ্টি পড়ার তালে
রূপের জাদু পানা ফুলের পুকুর ডোবা খালে
ঘাসফুলেদের বসছে মেলা মাঠে পথের ধারে
পাটফুল হাওয়ার তালে দুলছে বারেবারে।
চালতা ঝিঙে কলাবতী সবই বর্ষাকালীন ফুল
বনপাতা কেওড়া বনতুলসী নেই কোনো তুল
বর্ষা এলে ফুলে ফুলে সাজে প্রিয় বাংলাদেশ
পাঁপড়ি জুড়ে বৃষ্টি নামে দেখতে লাগে বেশ।