বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

আমাদের দেশ

মুস্তফা মানিক
  ০৪ আগস্ট ২০২৪, ০০:০০
আমাদের দেশ

বিশ্বের মাঝে আছে এক দেশ মোহনীয় খুব

মনকাড়া রূপে জুড়ায় দু'চোখ, অবাক নিশ্চুপ

সারিসারি গাছ বাতাসের তালে কোলাকুলি করে

সবুজের ছবি মায়া লাগে খুবই প্রেমসুধা ঝড়ে।

মধুমাখা দিনে চারপাশে ভাসে মোহনীয় ঘ্রাণ

ফুলপাখি সব করে উৎসব সুর অফুরান

রিমঝিম তালে বৃষ্টির ফোটা দৃষ্টি কাড়ে

পাড়ার কিশোর নৌকা ভাসায় নদীর ধারে।

ছোটবড় মিলে উদোম গায়ে দলবেঁধে দল

খাল ডোবা ঝিলে বৃষ্টির দিনে খেলে ফুটবল।

কাশের ফুলে ঝরে রাশিরাশি রূপের বাহার

বাতাসের সাথে মনখুলে হাসে নদীর দু'ধার।

ধান ক্ষেতে চাষা সোনালি ফসল ফলায় চাষি

গোলাভরা ধানে কৃষকের মুখে তৃপ্তির হাসি

পদ্ম গোলাপ বকুল টগর ছড়ায় সুবাস

আলোকিত ভোর কেটে দেয় ঘোর পুরো বারো মাস।

খেজুরের রসে পড়ে যেন খসে জগতের সুধা

সকালের ঘাসে মুক্তোরা হাসে মিঠায় ক্ষুধা

মরা গাছপালা প্রকৃতি জাগে সাজ অপরূপ

ফুলের কানন সবুজের বন মায়া লাগে খুব।

এই দেশ যেন জগতের বুকে একখানা তারা

কৃষকের হাসি রাখালের গান মনে দেয় নাড়া!

সারিসারি গােেছ সবুজের হাটে খুঁজে ওরা সুখ

আমাদের দেশ দুনিয়ার রাণী জগতের সুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে