বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

বর্ষার পাখি

মাহমুদ সালিম
  ২৮ জুলাই ২০২৪, ০০:০০
বর্ষার পাখি

নতুন পানির ঢল নেমেছে

নামছে নানাদিক

ডাহুক ডাকে বালিহাঁসও

পাপিয়া পিক পিক।

পানকৌড়ি ও মাছ রাঙারা

ধরছে নতুন মাছ

বিলের কাছে দাঁড়িয়ে আছে

কদম ফুলের গাছ।

ছুটছে তারা দূর কোথাও

সবুজ রঙের পাখি

বর্ষা কালের অতিথি পাখি

করছে ডাকাডাকি।

বর্ষা এলেই নতুন করে

ফুটে শাপলা ফুল

চতুর্দিকে থৈ থৈ করে

নদীর দু'টি কূল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে