বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

চাঁদের দেশে

সারমিন চৌধুরী
  ২৮ জুলাই ২০২৪, ০০:০০
চাঁদের দেশে

চাঁদের দেশে যাব আমি

দেখব কেমন বাড়ি,

ঐ আকাশে থাকে নাকি

চাঁদের ভেতর বুড়ি।

বুড়ি চরকায় সুতা কাটে

একলা একা বসে,

সঙ্গী ছাড়া কাটিয়ে দেয়

কেমন হেসে হেসে।

মায়ের মুখে শুনেছি কত

চাঁদের দেশের গল্প,

তখন আমি মনে মনে

করেছি সংকল্প।

চাঁদের বুড়ি নিচ্ছে দেখি

মেঘের পেঁজা তুলো,

সেটা দিয়ে চাঁদের দেশে

কাটছে সুতোগুলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে