মধুমতি

প্রকাশ | ২৮ জুলাই ২০২৪, ০০:০০

মাসুম হাসান
ঝুমুর ঝুমুর জলের নূপুর একটি নদীর ধারা- শত ক্রোশ পথ পেরিয়ে ছুটছে বাঁধনহারা। কলকলিয়ে চলে নদী টলমলানো জলে- এই নদীটা গাঁয়ের কথা দেশের কথা বলে। ইলিশ-বোয়াল খৈলসা-পুঁটি সুখেই আছে বেঁচে- ছলাৎ ছলাৎ জল যে নদীর ওঠে নেচে নেচে। মন ভোলানো জলকন্যা চোখ ধাঁধানো জ্যোতি- এই নদীটা রূপবতী নামটি মধুমতি।