আজব দেশে খোকা
প্রকাশ | ২৮ জুলাই ২০২৪, ০০:০০
মোশাররফ হোসেন
পথ ভুলে এক আজব দেশে
খোকায় গেল পৌঁছে,
উল্টা পথে উল্টা রথে
দেখে সবই চলছে।
ছোট্ট ইঁদুর বিড়াল ধরছে
বিড়াল ভয়ে ছুটছে,
ব্যাঙয়ের ভয়ে গর্তে সাপে
লেজ গুটিয়ে ঢুকছে।
মাকড়সাটি জাল বিছিয়ে
হরিণ শিকার করছে,
বাঘের লেজে চিমটি কেটে
বাদর হেসে মরছে।
সিংহের রাজ্যে হায়েনার দল
হেসে হেসে ডাকছে,
বনের রাজা ভয়ে ভয়ে
তাইতো সদা থাকছে।