মার সাথে বাড়ি গেলে মামাদের
কী দারুণ মজা লাগে আমাদের।
ধুমসেই খাওয়াদাওয়া রাতদিন
যত্নেই কেটে যায় সাতদিন।
সারাক্ষণ মামী রাখে আদরেই
ঢাকে পুরো স্নেহমাখা চাদরেই।
জ্বালাতন যত করি রাগ নেই
আমরা তো অতি প্রিয় ভাগ্নেই।
গম গম করে বলে বাসা তার
আনন্দে হারা হয় ভাষা তার।
তাই মামা ডেকে কাছে বসাতেই
দাবি করে চাই কিছু খসাতেই।
নানু পরে আমাদের হামলায়
মিঠে মিঠে কথা বলে সামলায়।
ছুটি শেষে চড়ে বসি গাড়িতেই
মন তবু থাকে মামাবাড়িতেই।