বাংলাদেশ

প্রকাশ | ২৮ জুলাই ২০২৪, ০০:০০

মুহাম্মদ আলম জাহাঙ্গীর
বসুন্ধরায় সবুজ শ্যামল আমার জন্মভূমি কারও সাথে নেই তুলনা ধরায় সেরা তুমি। আমার প্রিয় বাংলাদেশে ছয়টি ঋতু আছে সব ঋতুতে ফুল-ফসলে ভরে থাকে গাছে। গ্রীষ্মঋতু নিয়ে আসে ফসল পাকা গরম নানা স্বাদের ফল খেয়ে ভাই তৃপ্তি পাই যে চরম। বর্ষাকালে বৃষ্টি পড়ে খাল-বিল মাঠে ঢেলে বৃষ্টি জলে হয়রে সতেজ ঘাস লতা গাছ জেলে। শরৎকালে ফুলে ফুলে যায় ছেয়ে বাগ-বাগান কৃষক মাঠে ব্যস্ত তখন নানা সবজি লাগান। হেমন্তে মৌ ছুটে বেড়ায় সরষে ফুলের ঘ্রাণে নাতিশীতোষ্ণ এই ঋতু উদাস করে প্রাণে। শীত হীম বায়ু নিয়ে আসে সাথে হাজার সবজি কষ্ট হলেও খাই পিঠা খাই ডুবে হাতের কবজি। বসন্ততে গাছে আসে নতুন কুড়ি মুকুল এই দেশে বাস করিতে চাই ইহজগত দু'কূল। বাংলাদেশে বাস করি ভাই হিন্দু-মুসলিম সবাই সতত চলি মিলেমিশে আমরা যেন ক' ভাই।