আমার সোনার দেশ

প্রকাশ | ২৮ জুলাই ২০২৪, ০০:০০

নকুল শর্ম্মা
জন্মভূমির মাটি আমার রক্তের দামে কেনা হাজার নদী পাহাড় ঝর্না সবই আমার চেনা। সোনায় মোড়া এদেশ আমার বিশ্ববাসীর চমক গ্রামগুলো তার সবুজ শ্যামল অপূর্ব জাঁকজমক। মাটির মানুষ সহজ সরল মনে প্রাণে খাঁটি আড়ম্বরে নেইকো ত্রম্নটি পাতা শীতলপাটি। আমার দেশের আকাশ জুড়ে সাদা বকের সারি সকাল সন্ধ্যা মনের সুখে জমায় দূরে পাড়ি। মাঠের রাখাল চড়ায় গরু বসে বটের ছায়ায় দিনের শেষে ঘরে ফেরে আপন ঘরের মায়ায়। জারুল ফুলের গাছে গাছে প্রজাপতির মেলা সবুজ ঘাসে নিত্য চলে ঘাস ফড়িং-এর খেলা। ভালোবাসার মহাকাব্য আমার সোনার দেশ এমন দেশে জন্ম আমার রূপের নাই যে শেষ।