এক সময় সব কুকুর এক সমুদ্র পাড়ে ডিনার পার্টির আয়োজন করল। সেখানে সব কুকুরকে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং সব কুকুর আমন্ত্রণ গ্রহণ করেছিল। বড় কুকুর, ছোট কুকুর ও মাঝারি আকারের কুকুসহ সব ধরনের কুকুর ছিল সেখানে। কালো কুকুর, সাদা কুকুর,বাদামি কুকুর, ধূসর কুকুর, হলুদ কুকুর এবং দাগযুক্ত কুকুর ছিল। লম্বা লেজওয়ালা কুকুর, ছোট লেজওয়ালা কুকুর এবং লেজবিহীন কুকুর ছিল। ছোট ধারালো কানওয়ালা কুকুর এবং বড় চ্যাপ্টা কানওয়ালা কুকুর ছিল। লম্বা সরু নাকওয়ালা কুকুর এবং ছোট চর্বিযুক্ত নাকওয়ালা কুকুর ছিল। সব ধরনের কুকুরই পার্টিতে এসেছিল।
এই নৈশভোজটি বিশালভাবে আয়োজন করা হয়েছিল।পরম যত্নে সবকিছু সাজানো হয়েছিল। খাওয়ার জন্য সব ভালো জিনিস সমুদ্রের ধারে পাথরের উপরে ছড়িয়ে দেওয়া হয়েছিল। সূর্য উজ্জ্বলভাবে জ্বলছিল এবং একটি মৃদু মৃদু বাতাস বইছিল। সবকিছু একেবারে নিখুঁত লাগছিল।
কিন্তু পার্টিতে আসা একটি পুরানো হলুদ কুকুর ছিল যে সব সময় সবকিছুতে দোষ খুঁজে পেত। কখনো খাবার খেতে খুব কম আবার কখনো খুব বেশি ছিল। কখনো কখনো গরম জিনিসগুলো যথেষ্ট গরম ছিল না এবং কখনও কখনও ঠান্ডা জিনিসগুলো তার জন্য যথেষ্ট ঠান্ডা ছিল না। সবকিছুতে সে কিছু না কিছু ভুল ধরলো।
এই পার্টিতে অবশ্য খুব বেশি খাওয়াদাওয়া ছিল না এবং খাওয়ারও কমও ছিল না। গরম জিনিস সবই যথেষ্ট গরম ছিল এবং ঠান্ডা জিনিসগুলো সবই যথেষ্ট ঠান্ডা ছিল। সবকিছু ঠিক যেমন হওয়া উচিত বলে মনে হয়েছিল।
'সবকিছুর স্বাদ কত সুন্দর!' বড় কালো কুকুরের মন্তব্য।
'সবকিছুই ঠিকঠাক ছিল', মুখের মধ্যে কালো এবং সাদা দাগযুক্ত কুকুরটি বলল।
সবাই যখন খাবারের প্রশংসা করছিল, তখন পুরনো হলুদ কুকুরটি হাড় চিবুচ্ছিল। তখন সে খেয়াল করল সেখানে গোলমরিচ দেয়া হয়নি।
\হ'কেউ দয়া করে একটু গোমরিচ দেবেন?' সে জিজ্ঞেস করেছিল।
সব কালো কুকুর, সাদা কুকুর,বাদামি কুকুর, হলুদ কুকুর ও ধূসর কুকুর এবং দাগযুক্ত কুকুর একে অপরের কাছে গোলমরিচ চাইলো। কিন্তু কোথাও গোলমরিচ ছিল না।
হলুদ কুকুরটি চিৎকার করে বলল, 'আমার কাছে কিছু গোলমরিচ না হওয়া পর্যন্ত আমি এটা খেতে পারব না।'
'আমি শহরে গিয়ে কিছু গোলমরিচ আনব।' কুকুরদের একজন বলল।
এই বলে একটি কুকুর শহরে গেল গোলমরিচ আনতে। কিন্তু যে কুকুর গোলমরিচ আনতে শহরে গিয়েছিল সে আর ফিরে আসেনি। কেউ তাকে চিনতো না। কেউ কখনো আর জানেনি তার কী হয়েছিল।
তাই যখনই দুটি কুকুর একে অপরের সঙ্গে দেখা করে তারা সব সময় একে অপরকে শুঁকে। যদি তাদের মধ্যে সেই কুকুর হয় যে মরিচ আনতে শহরে গিয়েছিল, তাহলে অবশ্যই গোলমরিচের গন্ধ পাবে। [পর্তুগিজ রূপকথা]