বৃষ্টি মেয়ে

প্রকাশ | ১৪ জুলাই ২০২৪, ০০:০০

এম. আলমগীর হোসেন
বৃষ্টি মেয়ে নূপুর পায়ে সবুজ গাঁয়ে আসে, মিষ্টি জলে ফুলে ফলে ঊষর ধরা হাসে। কদম কেয়া পেয়ে দেয়া উঠল ফুটে বনে, সকাল দুপুর বৃষ্টি মধুর ছন্দ জাগায় মনে। খুকির জবাব আকিব শিকদার টিনের চালে ঝুমুর ঝুমুর বৃষ্টি নতুন ধাঁচের ছন্দ হলো সৃষ্টি। সেই ছন্দে সুর মিলালো খুকির নাচের নুপূর নাচতে নাচতে সকাল কেটে দুপুর। চাচ্চু দিলেন বেজায় ধমক- স্কুল দিয়েছ ফাঁকি...? খুকি বলে- আকাশ ঘিরে মেঘ ডাকলে যাই যে হয়ে পাখি।