রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

কারবালায়

আসাদুজ্জামান খান মুকুল
  ১৪ জুলাই ২০২৪, ০০:০০
কারবালায়

মহররমের দশ তারিখে

বিশ্বের বুকে নামে শোক,

কারবালাতে শহীদ হন যে

নবীর বংশের অনেক লোক।

হাসান-হোসেন সঙ্গীসহ

আমন্ত্রণে কুফায় যায়,

ছলের ফাঁদে ফেলে এজিদ

ভাসায় তাদের মরণ নায়।

ফোরাত তীরে এজিদ সেনা

তাদের গতি করে রোধ,

স্বীয় শক্তি প্রদর্শনে

বিসর্জন দেয় বিবেক-বোধ!

ছলেবলে কাউকে সেথায়

দেয়নি পানি করতে পান,

হোসেনের ওই সফর সঙ্গীর

তৃষ্ণায় গেল সবার প্রাণ।

হাসানের প্রাণ নেয় যে কেড়ে

বিষ দিয়ে হায় জলের মাঝ,

হোসেনের ঘাড় কাটল সীমার

হারিয়ে তার চোখের লাজ!

মা ফাতেমার কলিজার ধন

ন্যায়ের তরে শহীদ হয়,

জীবন দানে কারবালাতে

আনেন শেষে সত্যের জয়!

এজিদের এই অত্যাচারেও

নত হয়নি তাদের শির,

সত্যের ঝান্ডা ঊর্ধ্বে ধরে

আজ যে তারা মহান বীর!

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে