আঁকতে পারি সব

প্রকাশ | ১৪ জুলাই ২০২৪, ০০:০০

কবির আশরাফ
আঁকতে পারি সব গাছের ডালে পাখপাখালির মধুর কলরব। আঁকতে পারি নীল নীল গগনে ডানা মেলে উড়ে যাওয়া চিল। আঁকতে পারি বাঁশ ঝিলের জলে ডুব সাঁতারো রং-বেরংয়ের হাঁস। আঁকতে পারি নাও নদীঘেষা সবুজ শ্যামল চোখ জুড়ানো গাঁও। আঁকতে পারি কূল দু'কূল জুড়ে শুভ্র সাদা তুলতুলে কাশফুল। আঁকতে পারি চাঁদ জোছনা রাতে গল্প বলা কাঁধে রেখে কাঁধ।