সবুজের মাঠ
প্রকাশ | ১৪ জুলাই ২০২৪, ০০:০০
জাহাঙ্গীর আলম
আমাদের দেশে আছে
নদীনালা বিল,
চিকচিক করে বালি
উড়ে যায় চিল।
নদী ভরা মাছ আছে
গোলা ভরা ধান
চাষি ভাই সেই সুখে
গায় শুধু গান।
ছোট বড় পাখি আছে
ফুল ফুটে গাছে,
পাখি ডাকে নানা সুরে
ছেলেমেয়ে নাচে।
মায়া ভরা দেশটি যে
ধরাধামে নাই,
সবুজের মাঠ ভাই
কোথা নাহি পাই।