ঘ্যাঙর ঘ্যাঙর ব্যাঙ

প্রকাশ | ১৪ জুলাই ২০২৪, ০০:০০

মোঃ রতন ইসলাম
ঘ্যাঙর ঘ্যাঙর ঘ্যাঙ ডাকছে ডোবার ব্যাঙ বর্ষাকালের পানি পেয়ে জলেই রাখে ঠ্যাঙ। বৃষ্টি এলে ভিজে ওরা? না না ওরা ভিজে না তো ছাতা বানায় নিজে ওরা। ছাতার নিচে মাথা দিয়ে শয্যা বানায় পাতা দিয়ে? দেয় কি অলস ঘুম? বৃষ্টি এলে ঝুম? ঘুমোয় জাগে ঘুমোয় জাগে আসে যদি সাপ, সাপের হাতে পড়লে জীবন আর পাবে না মাফ।