বৃষ্টিভেজা দিন

প্রকাশ | ১৪ জুলাই ২০২৪, ০০:০০

কাশীনাথ মজুমদার পিংকু
বৃষ্টি এলে ছোট্টবেলায় লুকিয়ে রেখে ছাতা স্কুলে যেতাম মাথায় দিয়ে একটি কলার পাতা। জামা খুলে খালি পায়ে বলটি নিয়ে হাতে খেলার মাঠে নেমে যেতাম ভয় ছিল না তাতে। কাঁদা পানির শরীর নিয়ে ফিরে এসে বাড়ি ভাবটা আমার পিছলে গেছি দোষটা যেন মারই। মা যে তখন জরিয়ে বুকে করত অনেক আদর বাবা যেন না জানে রে- ওরে আমার বাদর! বলত মায়ে ফ্রেশ হয়ে আয়, খাবি এবার চল বারণ আমার বৃষ্টি ভিজে খেলবি না আর বল। কে আর শুনে মায়ের বারণ এমন সুযোগ পেলে বৃষ্টিভেজা দিনগুলি সেই আজ এসেছি ফেলে।