টাপুরটুপুর বৃষ্টি নূপুর

প্রকাশ | ১৪ জুলাই ২০২৪, ০০:০০

শাহীন খান
টাপুরটুপুর বৃষ্টি নূপুর 'নদে এলো বান' কোলাব্যাঙে ঘ্যাঙর ঘ্যাঙর গাইছে মজার গান প্রাণ করে আনচান! ডাহুক নাচে ঝোপঝাড়েতে পানকৌড়ি দেয় ডুব যেদিক তাকাই ধোয়া ধোয়া শুভ্র সতেজ রূপ কে জ্বালালো ধূপ? মাঝিমালস্না পাল তুলে নায় দূরের হাটে ধায় হাঁসের কেলি পুকুর খালে ঝিলে দেখা যায় পল্টি কি যে খায়! দোকানপাটে কেনাকাটা ঝিম মেরে রয় খুব মাছ বাজারে হঠাৎ নীরব সব হয়ে যায় চুপ ঝাঁপ পড়ে ধাপধুপ। হিম বাতাসে ঘুম এসে যায় লেপ মুড়ি দেন ভাই কারেন্ট গেল কোথায় আবার নেটওয়ার্কও নাই দূর -ছাই দূর -ছাই। জানলা দিয়ে তাকাই দূরে মাঠটা ডুবু ডুবু মুরগিগুলো খোঁপে ওঠান মা ও বড় বুবু কাদায় জবুথুবু!!