রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

চাঁদের সাথে বন্ধুত্ব

শচীন্দ্র নাথ গাইন
  ১৪ জুলাই ২০২৪, ০০:০০
চাঁদের সাথে বন্ধুত্ব

নিঝুম রাতে আকাশ জুড়ে ভাসে যখন চাঁদে

একলা তখন বিছিয়ে মাদুর গিয়ে বসি ছাদে।

দূরের থেকে যতই দেখি ফেরে না দুই আঁখি

তাইতো তাকে আসতে কাছে হাত বাড়িয়ে ডাকি।

চাঁদটা আমার আহ্বানে হঠাৎ নেমে আসে

আমার গলা জড়িয়ে ধরে খিলখিলিয়ে হাসে।

আদর করে বলতে থাকে, 'বন্ধু আমার হেনা

তুমি আমার খুবই প্রিয়, অনেক দিনের চেনা।'

হাত বুলালো গায়ে আমার চুম এঁকে দেয় মুখে

খুশির বাতাস রাশি রাশি জমতে থাকে বুকে।

তার রুপালি রঙে আমায় সাজায় দারুণ সাজে

মিষ্টি কথার সুর ঝংকার তোলে মনের মাঝে।

গল্পগাঁথার ঝুলি খুলে শোনায় আমার কাছে

নিবিড় পরশ পেয়ে চাঁদের হৃদয় আমার নাচে।

এমনি করে সময় গড়ায় ভোর এসে যায় শেষে

চাঁদকে খুঁজে পাইনে তখন, যায় ফিরে তার দেশে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে