রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

জন্মভূমি মা

নকুল শর্ম্মা
  ১৪ জুলাই ২০২৪, ০০:০০
জন্মভূমি মা

আমার মায়ের আঁচল পাতা ফসল ভরা মাঠে

থোকায় থোকায় পদ্ম হাসে পদ্মদিঘির ঘাটে।

পায়ের নূপুর রিনিঝিনি বাজে সকাল দুপুর

ফুলে ফলে শস্য জমিন মাছে ভরা পুকুর।

নদীর বুকে পাল তোলা নাও মাঝির কণ্ঠে গান

সবুজ মাঠে বাতাস খেলে জুড়ায় সবার প্রাণ।

মায়ের চোখের আলো নিয়ে ভোরের সূর্য ওঠে

পাখির কণ্ঠে মধুর সুরে ফুলের কলি ফুটে।

হিজল বনে দোল দিয়ে যায় সাদা বকের সারি

আম কাঁঠালে ঘিরে আছে আমার ছোট্ট বাড়ি।

সহজ সরল মানুষগুলো সুখের স্বপ্ন আঁকে

এমনই করে থাকে ওরা জীবন নদীর বাঁকে।

আমার মায়ের মিষ্টি হাসির আদর মাখা মুখ

আগলে রাখে বিপদ বাধায় তাতেই মায়ের সুখ।

সকল কিছু তুচ্ছ মানি আমার মায়ের কোলে

পরম স্নেহ সোহাগ আদর যার ছায়াতে দোলে।

রাণীর মতো মায়ের বক্ষ রত্নভরা ঘর

সবাই পারে ছেড়ে যেতে মা যে হয় না পর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে