রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

নয়নাভিরাম বর্ষাকাল

মোখতারুল ইসলাম মিলন
  ১৪ জুলাই ২০২৪, ০০:০০
নয়নাভিরাম বর্ষাকাল

টাপুরটুপুর বিষ্টিতে ভেজা কদম ফুলের ঋতু হলো বর্ষাকাল। মেঘলা আকাশ, শুভ্র মেঘের উড়াউড়ি, গুড়িগুড়ি বিষ্টি এসব নানা আয়োজন ঘিরে ধরে আষাঢ় আর শ্রাবণকে। বাংলায় ছয় ঋতুর মাঝে বর্ষাকাল হচ্ছে অন্যতম ঋতু। ফররুখ আহমদ তার ছড়ায় লিখেছেন চমৎকার ছন্দে : 'বিষ্টি নামে রিমঝিমিয়ে, রিমঝিমিয়ে রিমঝিমিয়ে, টিনের চালে, গাছের ডালে, বিষ্টি ঝরে হাওয়ার তালে।'

আকাশের বুক চিরে বিষ্টির ঢল নামে। সাগরের উত্তাল হয়ে মাঝে মাঝে ঘূর্ণিঝড়ের তান্ডব চালায়। বর্ষার বাদলা দিনে খালবিল, নদীনালা চারপাশ পানিতে ভরে যায়। চারদিকে শুধু পানি আর পানি, মনে হয় পানির মেলা চলছে। পানি দেখে মানুষের মনে প্রশ্ন জাগে, এত পানি সারাবছর কোথায় ছিল? কিছু কিছু পানি এত পরিমাণে বেড়ে যা মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। বন্যার পানিতে বিপদে পড়ে যায় নিম্ন অঞ্চলের মানুষজন। বর্ষায় একমাত্র সমস্যা হলো বন্যা। এছাড়া বর্ষায় তেমন মন্দ দিক চোখে পড়ে না।

টিনের চালে বিষ্টির ঝনঝন শব্দ, খালে-বিলে ব্যাঙের ঘ্যা ঘু্য শব্দগুলো যেন মনকে শান্ত কোনো এক বার্তা দিয়ে যায়। বিলের পানিতে থৈ থৈ করে দস্যিপনা ছেলেগুলো। পদ্ম, শাপলা ও কচুরিপানার মতো নানা ফুলে ঢেউ খেলে বিলের মাঝে। শুধু পানিতে নয় সবুজ বাগানে বাগানে ফুটে ওঠে নানা জাতের ফুল। সাদা রঙের সুগন্ধ বিলানো ফুলগুলোর মধ্যে দেখতে পাই দোলনচাঁপা, কামিনী, সাদা কাঠগোলাপ, বেলি, মালতি, জুঁই, যূথী, শ্বেতচাঁপা, শ্বেতরঙ্গন, বকুল, গন্ধরাজ, লিলি, রজনিগন্ধা ও মেহেদি ফুলের মতো নানা ফুল। 'জুঁই চামেলি ফুলের বোঁটায়, বিষ্টি নামে ফোঁটায় ফোঁটায়, বাদলা দিনের একটানা সুর, বিষ্টি নামে ঝুমুর ঝুমুর।' কবির ছড়ায় ফুটে ওঠে নানা মায়াবী শব্দ।

কালো জামের স্বাদ পাওয়া যায় বর্ষাকালে। আষাঢ় শেষে এসেছে শ্রাবণ। এ সময়ের উলেস্নখযোগ্য ফল হচ্ছে লটকন, আমড়া, জাম্বুরা, জামরুল, ডেউয়া, ড্রাগন, করমচা, কামরাঙা, কাউ, গাবসহ নানা জাতের ফল পাওয়া যায় বর্ষাকালে।

বর্ষাকালের নানা নয়ানাভিরাম দৃশ্য দেখা যায়। বিলের মাঝে নৌকা নিয়ে শাপলা তোলা, কখনো কখনো নীল আকাশে শুভ্র মেঘের চিত্র, পানকৌড়ির ডোবাডুবি, ভেসে বেড়ানো হাঁসের পঁ্যাক পঁ্যাক ডাক, জাল দিয়ে মাছ ধরার নানা পদ্ধতি, গাছের পাতা প্রতিটি বিষ্টির পানিতে হয়ে যায় চকচকে সবুজ- সব মিলিয়ে বর্ষাকাল এক অনন্য সুন্দর ঋতু। আমাদের দেশে প্রত্যেক ঋতু একেকটি রূপে একেকটি গুণে গুণান্বিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে