আমার খেলার মাঠজুড়ে আজ রংবেরঙের দোর বাড়ি,
ফাগুন বাতাস বলছে যেন- নয় খোকা এ তোর বাড়ি।
তোর বাড়িতো নদীর ধারে হিজল পাতার ছাওনিতে,
মায়ের মায়া জড়িয়ে থাকে সেইনা ঘরের চাওনিতে।
এত এত বইয়ের ভারে ইচ্ছে কেড়ে খাচ্ছে তাই,
ছেলেবেলা পাইনে খুঁজে জীবন ভীষণ যাচ্ছেতাই।
খেলব আমি ছুটব আমি পাখির সাথে সন্ধি তাই,
এসব আমার সকল বারণ ঘরের ভেতর বন্দি তাই!
কেউ বোঝে না আমার ব্যথা, সব শুনে কয় ভালোইতো,
জীবন তোমার উঠবে ভরে শিক্ষাগুণের আলোয় তো।
পড়ায় পড়া পড়ার ঘড়া পড়াতে কই সব আছে?
কেউ ঝোঝে না আমার কথা, আমারও শৈশব আছে।
শুধুই আমার পাঠ্যবইয়ে আছে সকল শিক্ষা কি?
আকাশ বাতাস সাগর পাহাড় দেবে আমায় দীক্ষা কি?
ফুলের কাছে পাখির কাছে নদীর কাছে শিখতে চাই,
সবার কাছে শিখেই আমি নতুন জীবন লিখতে চাই।