সাগর জলে পা ভেজাবো কিংবা যাব পাহাড়ে?
সাগর পাহাড় দুই পছন্দ বলব বলো কাহারে?
মন যেতে চায় দূর অজানায় রঙিন রূপের বাহারে,
বাবার কাছে বলতে গেলাম ব্যস্ত বাবা আহারে!
মায়ের কাছে বায়না ধরি এক বিকেলে ছুটির,
গাছের ডালে কী আনন্দ শালিক পাখি দু'টির!
ছোট্ট একটা ফড়িং ছানা সেও তো মুক্ত স্বাধীন,
ইচ্ছেমতো ঘুরে বেড়ায় নাচতে পারে তাধিন!
ছোট্ট একটা জোনাক পোকা আলো ছড়ায় রাতে,
ইচ্ছে করে স্বপ্ন ছড়ায় জোনাকিদের সাথে।
ছোট্ট একটা নদী তবু কলকলিয়ে ছোটে,
ছোট্ট একটা ফুলের কুঁড়ি স্বাধীনতায় ফোটে।
আমার কেন এত শাসন এত কেন বারণ,
ইচ্ছে করে করতে ভীষণ ফুলের জীবন ধারণ।