মেঘের আড়ালে আষাঢ়

প্রকাশ | ০৭ জুলাই ২০২৪, ০০:০০

এম. আব্দুল হালীম বাচ্চু
খরায় পোড়া বাংলার বুক আজ, বৃষ্টিতে আকুল ভিজছে মাটি ভিজছে ফসল, ভিজছে মাটির ফুল দুষ্টু শিশু দুষ্টু কিশোর, হাসছে সুখের হাসি বইছে বাতাস নদীর বুকে, কাঁপছে জলরাশি। বৈশাখ জ্যৈষ্ঠ পার হয়েছে, মেঘ ছিল না তখন আষাঢ় এসে মেঘের ভেলা, উড়ছে পাখির মতন। বৃষ্টি নামুক বৃষ্টি নামুক, বাংলার হৃদয় জুড়ে শিশুকিশোর ভিজুক মাঠে, অশান্তি যাক দূরে। আকাশ ভিজুক সূর্য ভিজুক, ভিজুক মাটির ঘাস আষাঢ় জুড়ে বাতাস করুক, বৃষ্টি মেঘের চাষ। আষাঢ়ের চাঁদ নেমে আসুক, বৃষ্টি মেঘের মায়ায় আষাঢ় থাকুক মেঘের আড়াল, বাংলা থাকুক ছায়ায়।