শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

বর্ষাকালে পাখির কষ্ট

স্বপন শর্মা
  ০৭ জুলাই ২০২৪, ০০:০০
বর্ষাকালে পাখির কষ্ট

বর্ষাকালে বনের পাখি, অসহায় হয় খুব

চারদিকে খুব ভয়ানক নানা রকম রূপ।

আকাশের রঙ কালো হলে বৃষ্টি পড়ে টুপ-

পাখির ছানা সেই ভয়েতে এক্কেবারে চুপ।

আঁধার যখন ঘনিয়ে আসে সঙ্গে নিয়ে ঝড়

শাখার ওপর পাখির বাসা হয়ে যায় নড়-বড়।

উঠলে বাঁয়ু গাছের ডালে পাতারা খায় দোল

খুব ভয়েতে ছানারা আজ করছে হট্টগোল।

মা পাখিটা ভীষণ ভীতু ভাবছে কী যে হয়!

নিজের থেকে অনেক বেশি ছানা হারার ভয়।

ঝড় তুফানে ডানার নিচে আগলে রাখে মা

আপন প্রাণ বাজি রেখে বাঁচায় সে তার ছা।

দমকা এলে মায়ের মনে কুক্ষণে দেয় ডাক

সকল সময় তাই কামনা, ছানা সুস্থ থাক।

ভাবতে থাকে বিপদ সকল হচ্ছে কবে দূর

বাজে কবে নিজের কণ্ঠে অভয় বাণীর সুর?

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে