রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

আষাঢ় এলেই

বাসুদেব খাস্তগীর
  ০৭ জুলাই ২০২৪, ০০:০০
আষাঢ় এলেই

আষাঢ় মানে চাষার খুশি

ভালোবাসার দিন

এই আষাঢ়ের কাছে চাষার

তাইতো অনেক ঋণ।

আষাঢ় এলেই ক্ষেত খামারে

নামে জলের ধারা

জল থই থই খুশিতে হয়

কৃষক আত্মহারা।

চাষা বুনে স্বপ্ন আশা

ফসল ফলায় ক্ষেতে

ব্যস্ত সময় নেই অবসর

স্বপ্নে সে রয় মেতে।

এই আমাদের মিটে ক্ষুধা

বৃষ্টি জলের চাষে

ফসল ফলার জোয়ার নামে

এমনি আষাঢ় মাসে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে