শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

ছড়া পাতা

আব্দুস সাত্তার সুমন
  ০৭ জুলাই ২০২৪, ০০:০০
ছড়া পাতা

লাল সবুজের ছড়াপত্র

ছড়ায় ছড়ায় কথা,

মুখরিত ছড়া পাতা

লিখছে দারুন যথা।

ছড়াকারের বর্ষা বইছে

কলম কথা বলে,

নানান রকম হাতের ছোঁয়ায়

কলম কালি চলে।

পাতায় পাতায় রঙিন কাগজ

সূত্র গুনে গুনে,

তালে তালে খোকা খুকু

গাইছে শুনে শুনে।

ছেলে মেয়ে ছোট বড়

বলছে মুখে মুখে,

সকাল বিকাল ছড়া পাতা

আঁকড়ে রাখে বুকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে