ঝুমুর ঝুমুর নূপুর পায়ে
বর্ষা এলো ঘরে
দিনে রাতে অষ্টপ্রহর
মেঘের কান্না ঝরে।
হংস দলে দাপিয়ে বেড়ায়
বর্ষা মেখে গায়
কাদা জলে চলছে হেটে
পথিক দ্রম্নত পায়।
বর্ষা রাণীন গেয়ে যায়
মেঘে বাজায় ঢোল
সন্ধ্যা সকাল ঘ্যাঙর ঘ্যাঙর
চলছে ব্যাঙের বোল।
ঝরঝরিয়ে ঝরছে বারি
মনটা উদাস হয়
বৃক্ষ তরু খোশ মেজাজে
মনের কথা কয়।