বন্দী খোকা
প্রকাশ | ০৭ জুলাই ২০২৪, ০০:০০
নাহিদ সরদার
আচ্ছা! মা, তুমি কি বলত পার?
মাঠগুলো সব হয় কেমন?
মাঠগুলো কি ঘরের মতো
আটকা থাকে?
উঁকি মারার দরজা আছে?
আমি যেমন উঁকিমারি বাহির দিকে
ওরাও কি উঁকি মারে খেলতে যেয়ে?
মাঠেরা কি আকাশের মতো?
নাকি নদীর মতো!
নদীগুলো কি নীল রঙের?
আমি যেমন আঁকতে থাকি।