তোমাদের জন্য ছড়া

হাট্টিমাটিমটিম

প্রকাশ | ০৭ জুলাই ২০২৪, ০০:০০

রফিকুল ইসলাম সুফিয়ান
হাট্টিমাটিম হাট্টা পাটালি গুড় পাট্টা খাবি যদি খা খেয়ে নে কুল-তেঁতুলের খাট্টা। হাট্টিমাটিম হাট্টি মারিস নে আর চাট্টি খুলে গেছে দাদুর খাটের পুরানো সেই নাটটি। হাট্টিমাটিম হাট্টু রাজার ঘোড়া টাট্টু রেসের খেলায় জয় পেয়েছে পূর্ব পাড়ার বাট্টু। হাট্টিমাটিম টিম না টাট্টু ঘোড়ার ডিম না নিতে পারিস বরফকুচি হিমালয়ের হিম না। হাট্টিমাটিম টিম টাট্টু ঘোড়ার ডিম ডিম খেয়ে তার মাথায় এলো পদ্য লেখার থিম।