আষাঢ়

প্রকাশ | ৩০ জুন ২০২৪, ০০:০০

এম এইচ মুকুল
আষাঢ়ের জলে রোজ ভিজে পথ ঘাট, নবরূপে দেখি তাই প্রকৃতির ঠাট। ভিজে বন তরুলতা পশুপাখি আর ভিজে মন মানুষের, গল্‌পো করার। কলকল জল পড়ে সারা দিন মান, থেকে থেকে হেঁকে ওঠে ওই আসমান। খই ফুটে সাদা সাদা ভেজা আঙিনায়, কদমের ভরা হাসি মেঘ বাগিচায়। চঞ্চলা জলধারা ছুটে বিল পানে, নূপুরের ঝংকার বেজে ওঠে কানে। শৈশব স্মৃতিগুলো মনে পড়ে খুব, জানালাটা খুলে তাই দেখি তার রূপ।