শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

বাদলের দিন

নূরে আলম সিদ্দিকী শান্ত
  ৩০ জুন ২০২৪, ০০:০০
বাদলের দিন

আকাশ ভেঙে বাদল নামে,

ধেয়ে আসে আঁধার।

মেঘের ডানায় জলের বরফ,

গলে একাকার।

বনের পাখি পাখনা মেলে,

ছুটে আপন নীড়ে।

মাঠে থাকা কৃষক রাখাল,

দ্রম্নত ঘরে ফিরে।

ফুঁসে ওঠে নদীর পানি,

ঢেউ খেলে যায় তীরে।

বজ্রপাতের ঝিলিক আলোয়,

আকাশ ঝলমল করে।

\হ

টাপুর টুপুর জলের শব্দে,

নাচে টিনের চাল।

বাদল দিনের দৃশ্য দেখে,

মন হয়ে যায় মাতাল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে