আকাশজুড়ে কিসের ফেনা
বলবে আমায় কেউ?
বলল দাদু ফেনা না তো
ওসব মেঘের ঢেউ।
ওরা হলো সাগর ছানা
ওদের পিঠে নেই তো ডানা
তবু পারে উড়তে...
এদেশ-ওদেশ ঘুরতে।
আষাঢ় এলে ভিড় জমাবে
মধুর সুরের ক্ষির জমাবে
বৃষ্টি হয়ে ঝরে...
কদম-কেয়ার 'পরে।
ডোবা-নালা পুকুর-নদী
জল থই থই থই,
সেই পানিতে খেলা করে
ট্যাংরা-পুঁটি কৈ।