বৃষ্টি দিনে খোকা

প্রকাশ | ৩০ জুন ২০২৪, ০০:০০

আসাদ সরকার
বাদলা দিনে মেঘলা আকাশ বাইরে বইছে শীতল বাতাস বৃষ্টি ঝুমুর ঝুম, আকাশ পানে মেঘের ভেলা আলো আঁধার করে খেলা মেঘের গুড়ুম গুম। বলছে খোকা মাকে ডেকে আকাশ কেন এমন ডাকে লাগছে মা গো ভয়, বাদলা দিনে এমন হাঁকে বিদু্যৎ চমকায় বাঁকে বাঁকে মা যে ডেকে কয়। মা জননী আগলে ধরে স্নেহ মায়া সোহাগ করে গালে দিল চুম, আদর পেয়ে মায়ের কোলে ভয়কে খোকা গিয়ে ভুলে দিলে খোকা ঘুম।