বাবুই পাখি

প্রকাশ | ৩০ জুন ২০২৪, ০০:০০

সাঈদুর রহমান লিটন
মধ্য মাঠে খালের ধারে তাল গাছটি ঐ সেই গাছেতে বাবুই পাখি তোরা কোথায় কৈ? বাবুই পাখি আপন ঠোঁটে বানায় নিজ ঘর সেই বাসাটি ভাঙ্গে না গো আসলে বড় ঝড়। দেখতে খাসা বাবুই বাসা বাতাস এলে দোলে, বাবুই পাখি নৃত্য করে তাল পাতার ঢোলে। সন্ধ্যা হলে প্রদীপ জ্বলে সকল রুমে বাস, তাল পাতায় দোলন দুলে থাকছে বারো মাস। নিজের হাতে তৈরি ঘর বাবুই বাসে ভালো, দুঃখে সুখে নিজের ঘরে ছড়ায় প্রীতি আলো।