শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

আমের বায়না

প্রদীপ সাহা
  ৩০ জুন ২০২৪, ০০:০০
আমের বায়না

আম-জাম-কাঁঠাল-লিচু এই সময়ের ফল

এসব খেলে বাড়বে যে শরীরে ভীষণ বল।

মামা-মামী বাড়িতে এলো হাতে নিয়ে মিষ্টি

তাই দেখে খোকন সোনা বাঁধায় অনাসৃষ্টি।

'মিষ্টি নয় মামা- আম খাব' হয় এটা বায়না

ফল ছাড়া খোকন সোনা আর কিছু চায় না।

মামা বলে- ঠিক আছে, চলো যাই বাজারে

দেখেশুনে আম কিনো যত খুশি আহা রে।

ভুল হয়েছে মামা আমার মিষ্টি কেন বাড়িতে

আর হবে না এমন ভুল ধরছি দুই কানেতে।

খোকন সোনা সেঁজেগুজে বাজারে যখন যায়

পেছন ফিরে দেখে আবার মামী যেন না চায়।

বাজার থেকে আম কিনল দুষ্ট খোকন সোনা

বাড়ি এসে গুণে দেখে মোট আম বিশখানা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে