গরম

প্রকাশ | ৩০ জুন ২০২৪, ০০:০০

বিনতিয়া ইয়াসমিন
গরম মানেই দুপুর বেলায় খাঁ খাঁ রোদের খেলা গরম মানেই বিকেল বেলা প্রজাপতির মেলা। দিনের বেলা ভীষণ গরম যায় না থাকা ভালো নিশিরাতে হঠাৎ আকাশ হয় যে মেঘে কালো। আম লিচু আর কাঁঠালেতে গন্ধ মধুময় প্রিয় আমার বাংলাদেশেই হয় এমনটি হয়।