বাংলাদেশের ফল

প্রকাশ | ৩০ জুন ২০২৪, ০০:০০

নবী হোসেন নবীন
হরেক রকম ফলে ভরা আমার বাংলাদেশ একেকটা ফল একেক স্বাদের খেতে মজা বেশ। খোকাখুকুর অতি প্রিয় অম্স্ন স্বাদের ফল কুল-কামরাঙা দেখে সবার জিবে আসে জল। আমলকি আর জাম্বুরা ফল আছে বাড়ি বাড়ি আমড়া খেতে ভালোবাসে সব বয়সের নারী। অম্স্নমধুর ফলের মাঝে লিচু কালো জাম স্বাদে-রসে সবার সেরা ফলের রাজা আম। আনারসের রসে সিক্ত সবার মন প্রাণ রূপ কথার ফল ডালিম প্রিয় নাইবা থাকুক ঘ্রাণ। মিষ্টি মধুর ফলের মাঝে জাতীয় ফল কাঁঠাল পাকা কাঁঠাল মুখে নিলে রসে ভরে গাল। তেতো স্বাদের তাল প্রিয় সব বাঙালির কাছে স্বাদে তেতো হলেও বেলের ঔষধি গুণ আছে। গ্রামে গ্রামে আরও কত স্বাদু ফলের চাষ নারিকেল আর কলা পেঁপে ফলে বারোমাস।