গাছ লাগিয়ে বাঁচাও পরিবেশ
প্রকাশ | ৩০ জুন ২০২৪, ০০:০০
পৃথ্বীশ চক্রবর্ত্তী
তোমরা যারা শিশু-কিশোর পড়ালেখা, খেলাধুলা করো
মাঝে মধ্যে নাচো, গাও ও গল্প-ছড়া লেখ কিংবা পড়।
জানো তোমরা, গাছ আমাদের অনেক উপকারে লাগে
তাই সবারই গাছপালাকে বাসতে হবে মনের অনুরাগে।
গাছ থেকে পাই ফুল, ফল, পাতা, কাঠ, জ্বালানি আসবাবপত্র সব,
গাছে বসেই পাখপাখিরা নিরাপদে ছড়ায় মধুর রব।
বাঁচার জন্যে প্রয়োজনের অক্সিজেনও গাছের থেকেই পাই
ঔষধ তৈরি গাছের থেকেই, কোথায় বল গাছের দরকার নাই।
তারই জন্যে তোমাদেরকে করতে হবে একটি মহান কাজ
বেশি করে গাছ লাগানোর দৃঢ়ভাবে শপথ কর আজ।
গাছ লাগাবে তোমাদের ওই বাড়ি, বাগান এবং পুকুর পাড়ে
স্কুল-কলেজে, ক্ষেতের আলে, নদীর তীরে কিংবা পথের ধারে।
জানো তোমরা, বিশ্বায়নের উষ্ণায়ণে যাচ্ছে বরফ গলে।
সুন্দরী এই বসুন্ধরার পরিণতি জানো কি এর ফলে?
পৃথিবীর এক-তৃতীয়াংশ ডুবে যাবে অথৈ সাগর জলে
বিজ্ঞানীরা তাই তো জোরে বেশি বেশি গাছ লাগাতে বলে।
মনে রেখ, উষ্ণায়ণ ওই গাছপালারাই করতে পারে রোধ
তোমরা তো তাই এখন থেকেই গাছ রোপণের তৈরি কর বোধ।
বেশি করে গাছ লাগিয়ে পরিবেশকে বিপদ থেকে বাঁচাও
এবং নিজের মতো করে পৃথিবীকে সুন্দর করে সাজাও।