বর্ষাকালে ঘরের কোণে
মন বসে না আর
ইচ্ছে করে ছুটে বেড়াই
ক্ষীরু নদীর পাড়।
ক্ষীরু নদীর ওপার ঘেঁষে
জেগেছে কাশবন
ইচ্ছে করে রেখে আসি
সেথায় আমার মন।
পাড়ার সকল ছেলেমেয়ে
করছে কতো খেলা
কেউবা আবার নদীর জলে
ভাসিয়েছে ভেলা।
আসছে ভেসে আমার কানে
মাঝির গানের সুর
ইচ্ছে করে গানের সুরে
হারাই অচিনপুর।