মীমদের আম বাগানে মীমসহ তার ভাইবোন ও বন্ধুরা খেলছিল, পুতুল দিয়ে রান্না রান্না খেলা। ওদের মধ্যে মীমের ভাই নূর সব চেয়ে ছোট, তাকে সওদা করতে বলে; কারণ, ছেলেমানুষ সেই একমাত্র। বেশি কিছু না, এই নানানরকম ফুল, কচি পাতা, মুকুল, বন্য ফল আর পিঁপড়ার মাটি।
রান্না হয়েছে, সবাই মিছামিছি খাওয়া খেয়ে নিছে। একটু সময় পাইছে- এই ফাঁকে একজন একজন করে নাচে আর গান গায়। নাচ ও গান শেষে আবার হাত তালি দেয় খুব মজা করে।
নীল পরি ও লাল পরি দুই বোন যাচ্ছিল কাছ দিয়ে, তাদের আনন্দ দেখে মানুষের রূপ ধারণ করে, তাদের কাছে এলো। এসে বলল, আমাদের দু'জনকে তোমাদের সঙ্গে খেলায় ও নাচ গানে নেবে? মীমের বোন মউ বলল, না নেব না! তোমাদের চিনি না! তখন নীল পরি ও লাল পরি বলল, আমরা দুই বোন। অনেক দূরে থাকি! আমাদের খেলাধুলার অনেক জিনিস আছে, মজার মজার খাবার আছে, সোনা রূপার থালা আছে। হিরার খাট পালঙ্ক আছে। আমাদের সঙ্গে নিয়ে খেল। আমরা তোমাদের আমাদের ওখানে এক পলকে নিয়ে যেতেও পারব।
দু'একজন বলল, ঠিক আছে আসো আমাদের সঙ্গে খেল। হঠাৎ করে ঝলমলে পোশাক এনে দিল মীমের জন্য, মীমকে পরিয়ে দিল, নাচও খুব সুন্দর লাগল। একে একে সবাইকে রঙিন রঙিন পোশাক দিল। সবার সঙ্গে অনেক সময় খেলা করল। খেতে দিল আপেল, কমলা, খেজুর আরও ভালো ভালো ফল।
মা ডাকল, কইরে তোরা বাড়ি আয়- খাবি না। তখন নীল পরি ও লাল পরি বলল, আমাদের ওখানে যাবে? কে কে যাবে হাত তুলো। সবাই হাত তুলল, কিন্তু নূর তুলল না কারণ ওতো ছোট মানুষ ভয় পায়!
নূরকে রেখে আর সবাইকে নিয়ে নীল পরি ও লাল পরি তাদের সেখানে চলে গেল। নূর তাদের বোনদের জন্য কান্না শুরু করল! তখন নূরের মা বুকে মাথায় হাত বুলিয়ে বলে, কি হয়েছে বাপ স্বপ্ন দেখেছ? না মা ওদের নিয়ে গেল কই আর তো এলো
না? কাদের কথা বলছ? মীম, মউ ওরা সবাইকে!
তখন নূরকে ডেকে বলে মায়, নূর নূর এই যে দেখ, ওরা সবাই শুয়ে ঘুমিয়ে আছে। কেউ কোথাও যায়নি! তুমি স্বপ্ন দেখেছ বাবা। আসো আমার বুকে আসো আর স্বপ্ন দেখবে না।