মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ১৯ কার্তিক ১৪৩১
তোমাদের জন্য ছড়া

খোকাখুকুর বায়না

জহিরুল হক বিদু্যৎ
  ২৩ জুন ২০২৪, ০০:০০
খোকাখুকুর বায়না

খোকাখুকু বায়না ধরে

যাবে মামা বাড়ি,

বাবা মাকে দিচ্ছে তাড়া

নইলে নিবে আড়ি।

মন বসে না খোকাখুকুর

আম কাঁঠালের ঘ্রাণে,

গাছের ডালে লিচুর থোকা

ভীষণ রকম টানে।

টসটসে জাম খেলে পরে

লাল হয়ে যায় মুখ,

ঝড়ের দিনে আম কুড়াতে

কী যে মধুর সুখ।

ঝিঁঝিডাকা দুপুর বেলায়

পাখির মিষ্টি ডাকে,

যাবেই গাঁয়ে খোকাখুকু

বলছে ধরে মাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে