তোমাদের জন্য ছড়া

মেঘ বালিকা পাঠায় চিঠি

প্রকাশ | ২৩ জুন ২০২৪, ০০:০০

সোমা মুৎসুদ্দী
মেঘবালিকা পাঠায় চিঠি ঝরবে নাকি বৃষ্টি জল থৈ থৈ বর্ষা দিনের কাব্য ছড়ার সৃষ্টি। মাঠ ঘাট আর বন বনানী জলের ফোটা পেয়ে উঠবে দুলে মনের সুখে বর্ষারই গান গেয়ে। খোকাখুকুর উঠোন জুড়ে খেলার দাপাদাপি বর্ষার দিনের গান কবিতায় খুলি স্মৃতির ঝাঁপি। খিচুড়ি আর বেগুনভাজায় জমবে খাবার বেশ রিম ঝিমঝিম জলের ধারায় মনে খুশির রেশ।