তোমাদের জন্য ছড়া

বৃক্ষ রোপণ

প্রকাশ | ২৩ জুন ২০২৪, ০০:০০

মোঃ ছিদ্দিকুর রহমান
আষাঢ় মাসে বর্ষা এলো রোপণ কর গাছ, রৌদ্র তাপের ক্লান্তি যেতে বৃক্ষ মাথার তাজ। অতিবৃষ্টি অনাবৃষ্টি সুস্থ জীবন শেষ, বৃক্ষ বন্ধু দিতে পারে শান্ত পরিবেশ। ঝড়-তুফানে যুদ্ধ করে বাঁচায় বাড়ি-ঘর, বৃক্ষ হলো পরম বন্ধু হয় না কভু পর। আপদ কালে টাকা লাগলে কোথায় পাবে ধার? বৃক্ষ তখন জীবন দিয়ে করবে উপকার। বাংলা মায়ের সবুজ শাড়ি দেখতে লাগে বেশ, বন বনানী বৃদ্ধি করে বাঁচাও বাংলাদেশ।